আমি বিষাক্ত আমি নীল
আমি বিষাক্ত আমি নীল
লোনা জলের ঢেউ গুলো
অযথাই করে শুধু ভিড়
আমি বিষাক্ত আমি নীল
তুমি আর আমি শঙ্খচিল
সাজিয়েছি কত শত স্বপ্ননীড়
তুমি বরাবরই বড্ড ভালো
আমার চাঁদ হারিয়েছে আলো
মন খারাপের এই রাতে
আমি বিষাক্ত আমি নীল
বেড়ে চলে রোজ রোজ
আহা লোনা জলের ভিড়।
No comments:
Post a Comment