Tuesday, August 5, 2025

আমি বিষাক্ত আমি নীল ( কষ্টের কবিতা )

 আমি বিষাক্ত আমি নীল

https://joneydiaries.blogspot.com/


আমি বিষাক্ত আমি নীল 

লোনা জলের ঢেউ গুলো 

অযথাই করে শুধু ভিড় 

আমি বিষাক্ত আমি নীল 

তুমি আর আমি শঙ্খচিল

সাজিয়েছি কত শত স্বপ্ননীড়

তুমি বরাবরই বড্ড ভালো 

আমার চাঁদ হারিয়েছে আলো 

মন খারাপের এই রাতে

আমি বিষাক্ত আমি নীল 

বেড়ে চলে রোজ রোজ 

আহা লোনা জলের ভিড়।


No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...