Wednesday, August 6, 2025

বাঁধ ভাঙ্গা ভালোবাসা ( প্রেমের কবিতা )

 বাঁধ ভাঙ্গা ভালোবাসা :

https://joneydiaries.blogspot.com/


তুমি সুপ্ত আগ্নেয়গিরির মত

যখন বিস্ফরিত হয়ে যায়

ভালোবাসার লাভা ছড়িয়ে পরে

কোন কিছুই বাধা মানেনা

তপ্ত সুখ ভেসে বেড়ায়

জ্বলে ধিরে ধিরে জ্বলে 

পাওয়া যায় উষ্ণ হাওয়ার স্বাদ 

আলোড়নে ভস্ম হয় সব

জলন্ত লাভা লোকে দেয় ধিক

তোমার ইঙ্গিতে ঘুরি দিগ্বিদিক 

সুন্দরীর আভাস চকিতে ফোটে 

গাত্র ঝামেলা গাত্রই মিটিয়ে নিক।


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...