সময় পেলে পড়ে নিস :
সময় পেলে পড়ে নিস
লিখে রেখেছি যত্ন করে
তোর আমার যত কথা
সময় পেলে দেখি নিস
গুছিয়ে রেখেছি যত্ন করে
তোর আমার যত ছবি
সময় পেলে খুঁজে নিস
সাজিয়ে রেখেছি যত্ন করে
তোর আমার যত স্মৃতি।
মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...
No comments:
Post a Comment