Thursday, August 14, 2025

সময় পেলে পড়ে নিস

 সময় পেলে পড়ে নিস :

https://joneydiaries.blogspot.com/


সময় পেলে পড়ে নিস

লিখে রেখেছি যত্ন করে

তোর আমার যত কথা

সময় পেলে দেখি নিস

গুছিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত ছবি

সময় পেলে খুঁজে নিস

সাজিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত স্মৃতি।


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...