তৃষ্ণার্ত ভালোবাসা :
থাকলো না-হয় লুকিয়ে
হিমালয়সম মান আর অভিমান
কাছে আসার দৃঢ় ব্যাকুলতা
থাকুক না কিছুটা বহমান
কি হবে দিয়ে রেখে বাঁধ
ভেসে যাক প্লাবিত হোক মাঠ
মরুতে ফিরে আসুক প্রান
কি হবে জুজুতে পেয়ে ভয়
যাক না বেড়ে লুকানো পিছুটান
থাকুক না একটুখানি আশা
খানিকটা মিটুক তৃষ্ণার্ত মনের পিপাসা।
No comments:
Post a Comment