বেহায়া ভালোবাসা :
রোজই তো দেখি
এলোকেশী তুমি
তোমার ডিম্পল হাসি
তবুও খুঁজি সারাক্ষণ
আমার ছায়ার পাশে
তোমারই কায়া
মাঝে মাঝে ভাবি
তোমার জন্য আমি
এমনই এক বেহায়া।
মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...
No comments:
Post a Comment