Wednesday, August 6, 2025

লুকাতে হয়না জল ( বিরহ )

 লুকাতে হয়না জল :

https://joneydiaries.blogspot.com/





এখন আর লুকাতে হয়না

এমন নয় যে জল শুকিয়ে গেছে 

এখন আর রুমালে মুছতে হয়না

এখন আর জল আসেনা চোখে 

শত চেষ্টাতেও মনে করতে পারিনা

আঁকতে পারিনা মায়ভরা চোখ 

হাত ফসকে পরে যায় রংতুলি 

এখন আর ভাবতে ভালো লাগেনা

ভাবনাগুলো কোথায় যেনো পালিয়েছে 

এমন নয় যে আমি বেঁচে নেই 

এমন নয় যে আমি মরে গেছি 

শুধু অনুভূতি আর ভাবনাগুলো মরে  গেছে।


( Rakib Hasan Jony )



No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...