Monday, August 25, 2025

নেশা ধরানো চোখ

 নেশা ধরানো চোখ :



রোজ রোজ বই পরতে ভালো লাগেনা

তোমার চোখের ভাষা রোজ পড়তে ইচ্ছে হয়

কেমন যেনো নেশা ধরানো ঘোর লাগানো 

কোথায় যেনো হারিয়ে যাই বারবার

ডুবে যাই আবার ভেসে ভেসে উঠি

হাবুডুবু খাই তোমার চোখের সমুদ্রে 

একটা কথা খুব জানতে ইচ্ছে করে 

আমি রোজই দেখি অনেক স্বপ্নের ভিড়

এমন স্বপ্ন কি লেগেই থাকে তোমার চোখে?

আমার কাছে কিছু স্বপ্ন ছিলো জমা

অনুমতি প্রার্থনা ছাড়াই জুড়ে দিয়েছি

তোমার স্বপ্ন আরও বড় হবে বলে।


No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...