Tuesday, August 5, 2025

আবার ফিরতে চাই ( অনুপ্রেরণার কবিতা )

 আবার ফিরতে চাই :

https://joneydiaries.blogspot.com/


দীর্ঘশ্বাস দেয়াল ছুঁয়ে নামে

বিবর্ণ রাত আর বিষন্ন সময়

 জানালায় এক চিলতে অন্ধকার 

প্রার্থনাগুলো হারিয়ে যায় রোজ

এক নির্মমতার দেয়াল তুলে

নিস্তব্ধতার শিকল বাঁধনে বন্দী 

পারবে কি ছিঁড়তে এ বাঁধন? 

ভেঙে দিতে নির্মম দেয়াল

ধুলোমাখা জানালায় ছড়িয়ে আলো

পারবে কি আবার ফিরে যেতে?


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...