আবার ফিরতে চাই :
দীর্ঘশ্বাস দেয়াল ছুঁয়ে নামে
বিবর্ণ রাত আর বিষন্ন সময়
জানালায় এক চিলতে অন্ধকার
প্রার্থনাগুলো হারিয়ে যায় রোজ
এক নির্মমতার দেয়াল তুলে
নিস্তব্ধতার শিকল বাঁধনে বন্দী
পারবে কি ছিঁড়তে এ বাঁধন?
ভেঙে দিতে নির্মম দেয়াল
ধুলোমাখা জানালায় ছড়িয়ে আলো
পারবে কি আবার ফিরে যেতে?
No comments:
Post a Comment