অষ্টাদশী নারী :
কেবলই কি বুকের বাঁধ ভেঙ্গেছ
রাতের ঘুম হারিয়েছে
ভালোবাসার ঝড়ো ডানায় চেপে
ছো- মেরে হৃদয়টা নিলা কাড়ি
এমন কেনো তুমি
জীবনটাও তো এবার গেলো
তোমার জন্য রেখেছি জীবন বাজি
যেমনই হওনা কেনো
শতজনম আমার কাছে
তুমি এক অষ্টাদশী নারী।
মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...
No comments:
Post a Comment