Saturday, August 9, 2025

পাল ছেঁড়া নৌকা ( কষ্টের কবিতা )

পাল ছেঁড়া নৌকা :

https://joneydiaries.blogspot.com/


আমি বাঁধন ছিড়ি
নাহি আর জুড়ি
পাল ছেঁড়া নৌকায় 
দ্বিকবিদিক শুধু ঘুরি
সুখের করেছে অসুখ 
ভয়ংকর তার রুপ
মরিমরি তব হায় 
এ অসুখের যন্ত্রণায়।









No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...