Friday, August 8, 2025

সুন্দরের প্রতিমা ( প্রেমের কবিতা )

 সুন্দরের প্রতিমা :

https://joneydiaries.blogspot.com/


সুন্দরের প্রতিমা তুমি 

পুজো দেওয়ার জন্য 

রোজ দাড়িয়ে থাকি

যদি সুযোগ হয়

পুজো দেবার ছলে

ভালোবাসা আঁকিয়ে দেবো

নুপুর পরা পায়ে।


No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...