আবার ভালোবাসতে চাই :
পথ চলতে চলতে অথবা ঘুরতে ঘুরতে
দেখা হবে হয়তো, হয়তে কি!
দেখাতো হবেই হবে তোমাতে আমার
কথাও হবে হয়তো দু'জনার
তোমাকে বলার সুযোগ দিবো কিনা জানিনা
প্রথম সুযোগটা আমিই নিতে চাই
বলতে চাই ভালোবাসি তোমায়
তুমি নির্বাক চোখে চেয়ে থাকবে
জ্ঞান হারিয়ে ফেলোনা আবার
আমার ভালোবাসার কথা শুনে
দুফোঁটা জলে জ্ঞান ফেরাবোনা
চাদর হয়ে আদরে জড়িয়ে রাখবো তোমায়।
No comments:
Post a Comment