Tuesday, August 5, 2025

আবার ভালোবাসতে চাই ( বিরহ )

 আবার ভালোবাসতে চাই :

https://joneydiaries.blogspot.com/


পথ চলতে চলতে অথবা ঘুরতে ঘুরতে 

দেখা হবে হয়তো, হয়তে কি!

দেখাতো হবেই হবে তোমাতে আমার

কথাও হবে হয়তো দু'জনার 

তোমাকে বলার সুযোগ দিবো কিনা জানিনা 

প্রথম সুযোগটা আমিই নিতে চাই 

বলতে চাই ভালোবাসি তোমায়

তুমি নির্বাক চোখে চেয়ে থাকবে

জ্ঞান হারিয়ে ফেলোনা আবার 

আমার ভালোবাসার কথা শুনে

দুফোঁটা জলে জ্ঞান ফেরাবোনা

চাদর হয়ে আদরে জড়িয়ে রাখবো তোমায়।


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...