আমি তোমার হতে চাই :
নদীর পাড় হতে চেয়েছিলাম
যেখানে রোজ বিকেলে তুমি বসবে এসে
বাঁধানো ঘাট হতে চেয়েছিলাম
যেখানে পা ডুবিয়ে থাকবে তুমি বসে
কালো টিপ হতে চেয়েছিলাম
লাল পাড় শাড়ীতে কপালে পড়বে তুমি
নক্ষত্রের ভরা রাত হতে চেয়েছিলাম
রুপালি আলোয় ভাসিয়ে দেবো আমি
সবই হতে চেয়েছি তোমারই জন্য
আমি আসলে তোমার হতে চেয়েছি।
No comments:
Post a Comment