Wednesday, August 6, 2025

ভালোবাসি মেয়ে ( প্রেমের কবিতা )

 ভালোবাসি মেয়ে :

https://joneydiaries.blogspot.com/






শোনো গো এলোকেশী মেয়ে                                               

আমার সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যা                                       

বুকের বা- পাশটা হয়ে যায় অবশ

শুধু তোমার চোখ পানে চেয়ে।

যেদিন তুমি রোদ হয়ে ছিলে

মেঘেরা আকাশে হরতাল ডেকেছিলো

গুমোট ভাবটা কোথায় হারিয়েছিলো 

লুকিয়েছিলো সব সদলবলে মিলে।

এইতো সেদিন সাগর পাড়ে গেলে

বাতাসে উড়ালো খোলা চুল

আলতো ছুঁয়ে গেলো লোনা জল

তোমার পা- দু'খানা  ভিজিয়ে এলে।


( Rakib Hasan Jony )



No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...