Wednesday, August 6, 2025

শেষ সুর্যাস্ত ( কষ্টের কবিতা )

 শেষ সুর্যাস্ত :

https://joneydiaries.blogspot.com/


 জীবন যেখানে ধূমায়িত বিষপানে লিপ্ত 

রঙ্গিনজল পানে চলে স্বপ্ন দেখার খেলা

সেখানে বোবা কান্নার শব্দ উপহাসের মত

চেনা পথে পথ হারিয়ে দিগভ্রান্ত হওয়া

নির্জীব যুবকের জীবনের সুর্যাস্ত দেখা

জীবন প্রদীপ নিভে যায় কেটে যায় বেলা।   


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...