মাঝি সঙ্গে নিয়া যাও :
কোনবা পানে চাইয়া গো মাঝি
কোনবা দেশে যাও
যেথায় তুমি যাইবা গো মাঝি
সঙ্গে নিয়া যাও
হারায় বার ভয় নাই গো মাঝি
নাই কলঙ্কের ডর
তোমার সনে থাকিব গো মাঝি
বান্ধিবো মোর ঘর
আরতো কিছু চাইনা গো মাঝি
দেখি এক স্বপন
তোমার কোলেই চাই গো মাঝি
হয় যেন মরন।
No comments:
Post a Comment