স্পর্শে প্রেম :
তোমার ভিতরেও নদী আছে
স্পর্শ পেতে চায় কারো
বইয়ে দিতে চায় ঢেউ
জোয়ারে ভাঙ্গতে চায় বাঁধ
বিশালতার মাঝে আছো তুমি
অপেক্ষায় রয়েছো ঠায় দাঁড়িয়ে
তোমার হাত দু-খানি বাড়িয়ে
কষ্টগুলো লুকিয়ে পড়বে তখনই
সমুদ্র জড়িয়ে ধরবে তোমায়
ঢেকে যাবে বালির আলিঙ্গনে।
No comments:
Post a Comment