Wednesday, August 6, 2025

স্পর্শে প্রেম ( প্রেমের কবিতা )

 স্পর্শে প্রেম :

https://joneydiaries.blogspot.com/


তোমার ভিতরেও নদী আছে 

স্পর্শ পেতে চায় কারো

বইয়ে দিতে চায় ঢেউ

জোয়ারে ভাঙ্গতে চায় বাঁধ 

বিশালতার মাঝে আছো তুমি 

অপেক্ষায় রয়েছো ঠায় দাঁড়িয়ে 

তোমার হাত দু-খানি বাড়িয়ে

কষ্টগুলো লুকিয়ে পড়বে তখনই 

সমুদ্র জড়িয়ে ধরবে তোমায়

ঢেকে যাবে বালির আলিঙ্গনে।


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...