তোমার হয়ে থাকবো :
ঝর্ণাগুলো তোমারি থাক
বৃষ্টি হয়ে ঝর্ণাগুলো যৌবনবতী করে দেবো
সমুদ্রটা তোমারি থাক
ঢেউ হয়ে আছরে পরবো তোমার পায়ে
চাঁদটা তোমারি থাক
নরম আলো হয়ে কপোল ছুয়ে যাবো
বাগানগুলো তোমারি থাক
পাখিদের গান, হাসনাহেনার গন্ধে মাতাল করে দেবো
পৃথিবীটাই তোমার থাক
পাহাড় হয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখবো তোমায়।
No comments:
Post a Comment