Tuesday, August 5, 2025

প্রেমাতাল ( প্রেমের কবিতা )

 প্রেমাতাল :

https://joneydiaries.blogspot.com/


আমি আজন্ম ভিখিরি
শুধু চাই আর চাই 
কখনও তোমার ভেজা চুলের ঘ্রান চাই 
কখনও বৃষ্টিতে দুজন ভিজবো বলে 
আদুরে আব্দার করে যাই
কোন এক পাহাড়ি ঝর্ণায় 
লাল শাড়ীতে তোমায় দেখতে চাই 
কোন এক চাঁদনী রাতে
তোমার মুখপানে চেয়ে সারারাত কাটাতে চাই 
কখনও সাগর পাড়ে দাঁড়িয়ে 
সীমাহীন জলরাশি আর ঢেউ দেখতে চাই 
মাঝে মাঝে মনে হয়
তোমার কাছে তোমার প্রেম সুধা চাই 
একটু ঢেলে দাও ওই সুধা 
আমি আজন্ম তোমার প্রেমে মাতাল হতে চাই।

প্রেমাতাল ( প্রেমের কবিতা )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...