এই শহর আমার নয় :
এই শহর আমার নয়
আমার আছে কত নৌকা
আছে কত-শত মাঝিমাল্লা
রোজই দিয়ে যায় তারা
পূর্ণ করে যন্ত্রণার দাঁড়িপাল্লা
এই শহর আমার নয়
দম বন্ধ লাগে বারেবার
হাত করে শুধু নিশপিশ
যন্ত্রণার টুটি চেপে ধরতে
হয়তোবা জুটবেনা দুমুঠো মাটি
হয়তো খুঁজবেনা আর কেউ
ডিপ ফ্রিজে আমি বেওয়ারিশ
এই শহর আমার নয়
এই জীবন আমার নয়
এই পৃথিবী আমার নয়।
No comments:
Post a Comment