Tuesday, August 5, 2025

আহা ভালোবাসা ( প্রেমের কবিতা )

 আহা ভালোবাসা :



কতইনা রুপে কতশত বার

ভালোবাসিয়াছি তোমারে 

যদি আরেক জনম পাইতাম

কতইনা ভালোবাসিতাম আহারে

পাইলাম যে জনম আমি

ভালোবাসার নির্বিষ দংশনে 

বারবার দংশিব আমি তোমারে।


( Rakib Hasan Jony )

No comments:

Post a Comment

মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...