আহা ভালোবাসা :
কতইনা রুপে কতশত বার
ভালোবাসিয়াছি তোমারে
যদি আরেক জনম পাইতাম
কতইনা ভালোবাসিতাম আহারে
পাইলাম যে জনম আমি
ভালোবাসার নির্বিষ দংশনে
বারবার দংশিব আমি তোমারে।
মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...
No comments:
Post a Comment