Saturday, September 6, 2025

মায়া লাগে বড়

 মায়া লাগে বড়

https://joneydiaries.blogspot.com/



আমি ফেঁসে গেছি
তুই যাই করিস না কেনো
আমার মায়া লাগে বড়
যখন তখন বৃষ্টি চাই 
তাই মেঘ এনেছি কিনে
রোজই তো যাস ভুলে
মনে করিয়ে দেবো আরও
এমন কেনো করিস তুই
আমার যে মায়া লাগে বড়।

Monday, August 25, 2025

নেশা ধরানো চোখ

 নেশা ধরানো চোখ :



রোজ রোজ বই পরতে ভালো লাগেনা

তোমার চোখের ভাষা রোজ পড়তে ইচ্ছে হয়

কেমন যেনো নেশা ধরানো ঘোর লাগানো 

কোথায় যেনো হারিয়ে যাই বারবার

ডুবে যাই আবার ভেসে ভেসে উঠি

হাবুডুবু খাই তোমার চোখের সমুদ্রে 

একটা কথা খুব জানতে ইচ্ছে করে 

আমি রোজই দেখি অনেক স্বপ্নের ভিড়

এমন স্বপ্ন কি লেগেই থাকে তোমার চোখে?

আমার কাছে কিছু স্বপ্ন ছিলো জমা

অনুমতি প্রার্থনা ছাড়াই জুড়ে দিয়েছি

তোমার স্বপ্ন আরও বড় হবে বলে।


Thursday, August 14, 2025

সময় পেলে পড়ে নিস

 সময় পেলে পড়ে নিস :

https://joneydiaries.blogspot.com/


সময় পেলে পড়ে নিস

লিখে রেখেছি যত্ন করে

তোর আমার যত কথা

সময় পেলে দেখি নিস

গুছিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত ছবি

সময় পেলে খুঁজে নিস

সাজিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত স্মৃতি।


( Rakib Hasan Jony )

Saturday, August 9, 2025

পাল ছেঁড়া নৌকা ( কষ্টের কবিতা )

পাল ছেঁড়া নৌকা :

https://joneydiaries.blogspot.com/


আমি বাঁধন ছিড়ি
নাহি আর জুড়ি
পাল ছেঁড়া নৌকায় 
দ্বিকবিদিক শুধু ঘুরি
সুখের করেছে অসুখ 
ভয়ংকর তার রুপ
মরিমরি তব হায় 
এ অসুখের যন্ত্রণায়।









Friday, August 8, 2025

অষ্টাদশী নারী ( প্রেমের কবিতা )

 অষ্টাদশী নারী :

https://joneydiaries.blogspot.com/


কেবলই কি বুকের বাঁধ ভেঙ্গেছ

রাতের ঘুম হারিয়েছে 

ভালোবাসার ঝড়ো ডানায় চেপে 

ছো- মেরে হৃদয়টা নিলা কাড়ি

এমন কেনো তুমি

জীবনটাও তো এবার গেলো

তোমার জন্য রেখেছি জীবন  বাজি

যেমনই হওনা কেনো

শতজনম আমার কাছে 

তুমি এক অষ্টাদশী নারী।


সুন্দরের প্রতিমা ( প্রেমের কবিতা )

 সুন্দরের প্রতিমা :

https://joneydiaries.blogspot.com/


সুন্দরের প্রতিমা তুমি 

পুজো দেওয়ার জন্য 

রোজ দাড়িয়ে থাকি

যদি সুযোগ হয়

পুজো দেবার ছলে

ভালোবাসা আঁকিয়ে দেবো

নুপুর পরা পায়ে।


মানুষ এবং ভূত

 মানুষ এবং ভূত :

https://joneydiaries.blogspot.com/


মানুষ থাকে জঙ্গলে বনে

থাকে এথা হেথা সেথা

মানুষ যদি থাকে জঙ্গলে 

তবে ভূতেরা থাকবে কোথা?


মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...