Monday, August 25, 2025

নেশা ধরানো চোখ

 নেশা ধরানো চোখ :



রোজ রোজ বই পরতে ভালো লাগেনা

তোমার চোখের ভাষা রোজ পড়তে ইচ্ছে হয়

কেমন যেনো নেশা ধরানো ঘোর লাগানো 

কোথায় যেনো হারিয়ে যাই বারবার

ডুবে যাই আবার ভেসে ভেসে উঠি

হাবুডুবু খাই তোমার চোখের সমুদ্রে 

একটা কথা খুব জানতে ইচ্ছে করে 

আমি রোজই দেখি অনেক স্বপ্নের ভিড়

এমন স্বপ্ন কি লেগেই থাকে তোমার চোখে?

আমার কাছে কিছু স্বপ্ন ছিলো জমা

অনুমতি প্রার্থনা ছাড়াই জুড়ে দিয়েছি

তোমার স্বপ্ন আরও বড় হবে বলে।


Thursday, August 14, 2025

সময় পেলে পড়ে নিস

 সময় পেলে পড়ে নিস :

https://joneydiaries.blogspot.com/


সময় পেলে পড়ে নিস

লিখে রেখেছি যত্ন করে

তোর আমার যত কথা

সময় পেলে দেখি নিস

গুছিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত ছবি

সময় পেলে খুঁজে নিস

সাজিয়ে রেখেছি যত্ন করে 

তোর আমার যত স্মৃতি।


( Rakib Hasan Jony )

Saturday, August 9, 2025

পাল ছেঁড়া নৌকা ( কষ্টের কবিতা )

পাল ছেঁড়া নৌকা :

https://joneydiaries.blogspot.com/


আমি বাঁধন ছিড়ি
নাহি আর জুড়ি
পাল ছেঁড়া নৌকায় 
দ্বিকবিদিক শুধু ঘুরি
সুখের করেছে অসুখ 
ভয়ংকর তার রুপ
মরিমরি তব হায় 
এ অসুখের যন্ত্রণায়।









Friday, August 8, 2025

অষ্টাদশী নারী ( প্রেমের কবিতা )

 অষ্টাদশী নারী :

https://joneydiaries.blogspot.com/


কেবলই কি বুকের বাঁধ ভেঙ্গেছ

রাতের ঘুম হারিয়েছে 

ভালোবাসার ঝড়ো ডানায় চেপে 

ছো- মেরে হৃদয়টা নিলা কাড়ি

এমন কেনো তুমি

জীবনটাও তো এবার গেলো

তোমার জন্য রেখেছি জীবন  বাজি

যেমনই হওনা কেনো

শতজনম আমার কাছে 

তুমি এক অষ্টাদশী নারী।


সুন্দরের প্রতিমা ( প্রেমের কবিতা )

 সুন্দরের প্রতিমা :

https://joneydiaries.blogspot.com/


সুন্দরের প্রতিমা তুমি 

পুজো দেওয়ার জন্য 

রোজ দাড়িয়ে থাকি

যদি সুযোগ হয়

পুজো দেবার ছলে

ভালোবাসা আঁকিয়ে দেবো

নুপুর পরা পায়ে।


মানুষ এবং ভূত

 মানুষ এবং ভূত :

https://joneydiaries.blogspot.com/


মানুষ থাকে জঙ্গলে বনে

থাকে এথা হেথা সেথা

মানুষ যদি থাকে জঙ্গলে 

তবে ভূতেরা থাকবে কোথা?


Wednesday, August 6, 2025

ভালোবাসি মেয়ে ( প্রেমের কবিতা )

 ভালোবাসি মেয়ে :

https://joneydiaries.blogspot.com/






শোনো গো এলোকেশী মেয়ে                                               

আমার সকাল দুপুর গড়িয়ে সন্ধ্যা                                       

বুকের বা- পাশটা হয়ে যায় অবশ

শুধু তোমার চোখ পানে চেয়ে।

যেদিন তুমি রোদ হয়ে ছিলে

মেঘেরা আকাশে হরতাল ডেকেছিলো

গুমোট ভাবটা কোথায় হারিয়েছিলো 

লুকিয়েছিলো সব সদলবলে মিলে।

এইতো সেদিন সাগর পাড়ে গেলে

বাতাসে উড়ালো খোলা চুল

আলতো ছুঁয়ে গেলো লোনা জল

তোমার পা- দু'খানা  ভিজিয়ে এলে।


( Rakib Hasan Jony )



শেষ সুর্যাস্ত ( কষ্টের কবিতা )

 শেষ সুর্যাস্ত :

https://joneydiaries.blogspot.com/


 জীবন যেখানে ধূমায়িত বিষপানে লিপ্ত 

রঙ্গিনজল পানে চলে স্বপ্ন দেখার খেলা

সেখানে বোবা কান্নার শব্দ উপহাসের মত

চেনা পথে পথ হারিয়ে দিগভ্রান্ত হওয়া

নির্জীব যুবকের জীবনের সুর্যাস্ত দেখা

জীবন প্রদীপ নিভে যায় কেটে যায় বেলা।   


( Rakib Hasan Jony )

ঝড়ো প্রেম ( প্রেমের কবিতা )

 ঝড়ো প্রেম :

https://joneydiaries.blogspot.com/





ঝড় উঠেছে ঝড়

প্রেম করেছে ভর

উঠেছে সুনামির ঠেউ

ভেসে যাবো তুমি আমি

আর নয়তো কেউ।


( Rakib Hasan Jony )

শের খান ( বিদ্রোহী কবিতা )

 শের খান :

https://joneydiaries.blogspot.com/


ঘুরেছি কত শার্দূল গুহা

দেখেছি শত শের খান

কেশরীর নিয়ে চলিলাম পথ

পিছে পরে যায় প্যান্থেরা

বুঝিনাই ভাবিনি ছিলোনা অনুমেয় 

বিষের জ্বালা তখনই হলো

দেখিলাম কামড় দিলো সারমেয়।


( Rakib Hasan Jony )

আমি নেই ( কষ্টের কবিতা )

 আমি নেই :

https://joneydiaries.blogspot.com/


এমন কেনো তুমি 

আমি ফিরবোনা জানো

তবুও আমার অপেক্ষার প্রহর গুনে চলো

বড্ড পাগল তুমি

আমি নেই তবুও কেন

কল্পনায় আমার পদধ্বনি বারবার শোনো

এমনই কি থাকবে তুমি 

পিছিয়ে যাচ্ছ জেনেও কেনো

বারবার উল্টো পথই চলো।


( Rakib Hasan Jony )

দৃঢ় ভালোবাসা ( প্রেমের কবিতা )

 দৃঢ় ভালোবাসা :

https://joneydiaries.blogspot.com/


দৃঢ় ভালোবাসার মৌনতা

চোখে যৌনতার নেশা

ঘামের গন্ধ লেপ্টে 

কতই না ভালোবাসি 

ক্লান্ত অবসন্ন শরীর 

মুখে তৃপ্ত হাসি।


( Rakib Hasan Jony )



৩৬শে জুলাই ( বিদ্রোহী কবিতা )

 ৩৬শে জুলাই :

https://joneydiaries.blogspot.com/


জুলাই তব হায় 

আজ তুমি কার তরে

বিক্রি হয়ে গেছে জুলাই 

বাটখারার ওজনে সের দরে 

ভাবছি বসে ও আল্লাহ 

জুলাই মাপতে কোথা পেলো

পেল্লাই সাইজ দাঁড়িপাল্লা।


( Rakib Hasan Jony )

উষ্ণ প্রেয়সী ( প্রেমের কবিতা )

উষ্ণ প্রেয়সী :

https://joneydiaries.blogspot.com/


সমুদ্র যদি হয়

প্রেয়সীর উষ্ণ বুক

প্রেমিক নাবিক বারবার চায় 

ওই বুকে দিতে ডুব।


( Rakib Hasan Jony )


একলা একা ( বিরহের কবিতা )

 একলা একা :

https://joneydiaries.blogspot.com/


বাস্ততায় বাস্তবতার কষাঘাত

পাল্লা দিয়ে বেড়েছে অহমিকা 

নিয়মগুলো ভেঙ্গেছে তাই

অখণ্ড অবসর আমার

বড্ড বোকা আমি 

শিশিরের পদচুম্বনে তাই 

দুজনের চিরচেনা পথে

একলা হেটে যাই।


( Rakib Hasan Jony )

ভালোবাসার সুখ ( প্রেমের কবিতা )

 ভালোবাসার সুখ :

https://joneydiaries.blogspot.com/


চাঁদের কপালে চাঁদ 

টিপ দিয়ে যা

চাঁদের টিপেই আমি 

খুঁজে নিতাম সুখ 

এখনো খুঁজি সুখ

প্রেয়সীর জোড়া ওষ্ঠে

আর পুরষ্ঠ ওই বুক।


( Rakib Hasan Jony )

ভাবনায় তুমি ( প্রেমের কবিতা )

 ভাবনায় তুমি :

https://joneydiaries.blogspot.com/


রাত জাগানিয়া তুমি 

তাই তো জেগে রই

অপরুপা তুমি 

তাই তো চেয়ে রই

তুমি ভোরের পাখি

কি বলবো তোমায়

বসে বসে ভাবি

তোমার বিস্ময়ভরা আঁখি।


( Rakib Hasan Jony )

বেহায়া ভালোবাসা ( প্রেমের কবিতা )

 বেহায়া ভালোবাসা :

https://joneydiaries.blogspot.com/


রোজই তো দেখি

এলোকেশী তুমি

তোমার ডিম্পল হাসি

তবুও খুঁজি সারাক্ষণ 

আমার ছায়ার পাশে

তোমারই কায়া

মাঝে মাঝে ভাবি

তোমার জন্য আমি 

এমনই এক বেহায়া।


( Rakib Hasan Jony )

লুকাতে হয়না জল ( বিরহ )

 লুকাতে হয়না জল :

https://joneydiaries.blogspot.com/





এখন আর লুকাতে হয়না

এমন নয় যে জল শুকিয়ে গেছে 

এখন আর রুমালে মুছতে হয়না

এখন আর জল আসেনা চোখে 

শত চেষ্টাতেও মনে করতে পারিনা

আঁকতে পারিনা মায়ভরা চোখ 

হাত ফসকে পরে যায় রংতুলি 

এখন আর ভাবতে ভালো লাগেনা

ভাবনাগুলো কোথায় যেনো পালিয়েছে 

এমন নয় যে আমি বেঁচে নেই 

এমন নয় যে আমি মরে গেছি 

শুধু অনুভূতি আর ভাবনাগুলো মরে  গেছে।


( Rakib Hasan Jony )



স্পর্শে প্রেম ( প্রেমের কবিতা )

 স্পর্শে প্রেম :

https://joneydiaries.blogspot.com/


তোমার ভিতরেও নদী আছে 

স্পর্শ পেতে চায় কারো

বইয়ে দিতে চায় ঢেউ

জোয়ারে ভাঙ্গতে চায় বাঁধ 

বিশালতার মাঝে আছো তুমি 

অপেক্ষায় রয়েছো ঠায় দাঁড়িয়ে 

তোমার হাত দু-খানি বাড়িয়ে

কষ্টগুলো লুকিয়ে পড়বে তখনই 

সমুদ্র জড়িয়ে ধরবে তোমায়

ঢেকে যাবে বালির আলিঙ্গনে।


( Rakib Hasan Jony )

বাঁধ ভাঙ্গা ভালোবাসা ( প্রেমের কবিতা )

 বাঁধ ভাঙ্গা ভালোবাসা :

https://joneydiaries.blogspot.com/


তুমি সুপ্ত আগ্নেয়গিরির মত

যখন বিস্ফরিত হয়ে যায়

ভালোবাসার লাভা ছড়িয়ে পরে

কোন কিছুই বাধা মানেনা

তপ্ত সুখ ভেসে বেড়ায়

জ্বলে ধিরে ধিরে জ্বলে 

পাওয়া যায় উষ্ণ হাওয়ার স্বাদ 

আলোড়নে ভস্ম হয় সব

জলন্ত লাভা লোকে দেয় ধিক

তোমার ইঙ্গিতে ঘুরি দিগ্বিদিক 

সুন্দরীর আভাস চকিতে ফোটে 

গাত্র ঝামেলা গাত্রই মিটিয়ে নিক।


( Rakib Hasan Jony )

তোমার হয়ে থাকবো ( প্রেমের কবিতা )

 তোমার হয়ে থাকবো :

https://joneydiaries.blogspot.com/


ঝর্ণাগুলো তোমারি থাক

বৃষ্টি হয়ে ঝর্ণাগুলো যৌবনবতী করে দেবো

সমুদ্রটা তোমারি থাক 

ঢেউ হয়ে আছরে পরবো তোমার পায়ে 

চাঁদটা তোমারি থাক 

নরম আলো হয়ে কপোল ছুয়ে যাবো

বাগানগুলো তোমারি থাক

পাখিদের গান, হাসনাহেনার গন্ধে মাতাল করে দেবো

পৃথিবীটাই তোমার থাক

পাহাড় হয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখবো তোমায়।


( Rakib Hasan Jony )

Tuesday, August 5, 2025

প্রেমাতাল ( প্রেমের কবিতা )

 প্রেমাতাল :

https://joneydiaries.blogspot.com/


আমি আজন্ম ভিখিরি
শুধু চাই আর চাই 
কখনও তোমার ভেজা চুলের ঘ্রান চাই 
কখনও বৃষ্টিতে দুজন ভিজবো বলে 
আদুরে আব্দার করে যাই
কোন এক পাহাড়ি ঝর্ণায় 
লাল শাড়ীতে তোমায় দেখতে চাই 
কোন এক চাঁদনী রাতে
তোমার মুখপানে চেয়ে সারারাত কাটাতে চাই 
কখনও সাগর পাড়ে দাঁড়িয়ে 
সীমাহীন জলরাশি আর ঢেউ দেখতে চাই 
মাঝে মাঝে মনে হয়
তোমার কাছে তোমার প্রেম সুধা চাই 
একটু ঢেলে দাও ওই সুধা 
আমি আজন্ম তোমার প্রেমে মাতাল হতে চাই।

প্রেমাতাল ( প্রেমের কবিতা )

আহা ভালোবাসা ( প্রেমের কবিতা )

 আহা ভালোবাসা :



কতইনা রুপে কতশত বার

ভালোবাসিয়াছি তোমারে 

যদি আরেক জনম পাইতাম

কতইনা ভালোবাসিতাম আহারে

পাইলাম যে জনম আমি

ভালোবাসার নির্বিষ দংশনে 

বারবার দংশিব আমি তোমারে।


( Rakib Hasan Jony )

আমি তোমার হতে চাই ( প্রেমের কবিতা )

 আমি তোমার হতে চাই :

https://joneydiaries.blogspot.com/



নদীর পাড় হতে চেয়েছিলাম 

যেখানে রোজ বিকেলে তুমি বসবে এসে

বাঁধানো ঘাট হতে চেয়েছিলাম 

যেখানে পা ডুবিয়ে থাকবে তুমি বসে

কালো টিপ হতে চেয়েছিলাম 

লাল পাড় শাড়ীতে কপালে পড়বে তুমি

নক্ষত্রের ভরা রাত হতে চেয়েছিলাম 

রুপালি আলোয় ভাসিয়ে দেবো আমি

সবই হতে চেয়েছি তোমারই জন্য 

আমি আসলে তোমার হতে চেয়েছি।


( Rakib Hasan Jony )

আবার ভালোবাসতে চাই ( বিরহ )

 আবার ভালোবাসতে চাই :

https://joneydiaries.blogspot.com/


পথ চলতে চলতে অথবা ঘুরতে ঘুরতে 

দেখা হবে হয়তো, হয়তে কি!

দেখাতো হবেই হবে তোমাতে আমার

কথাও হবে হয়তো দু'জনার 

তোমাকে বলার সুযোগ দিবো কিনা জানিনা 

প্রথম সুযোগটা আমিই নিতে চাই 

বলতে চাই ভালোবাসি তোমায়

তুমি নির্বাক চোখে চেয়ে থাকবে

জ্ঞান হারিয়ে ফেলোনা আবার 

আমার ভালোবাসার কথা শুনে

দুফোঁটা জলে জ্ঞান ফেরাবোনা

চাদর হয়ে আদরে জড়িয়ে রাখবো তোমায়।


( Rakib Hasan Jony )

অনুভবে ভালোবাসা ( প্রেমের কবিতা )

 অনুভবে ভালোবাসা:

https://joneydiaries.blogspot.com/


অনুভবে তাহার মুখখানি 
কর্ণকুহরে তাহার কন্ঠধ্বনি
অনুভবে পাশে ভাবি
শুধু তাহার পদধ্বনি 
নিছক শুধু কল্পনায় 
আঁকি তাহারেই আল্পনায়।      

আদরমাখা প্রেম ( প্রেমের কবিতা )

 আদরমাখা প্রেম :

https://joneydiaries.blogspot.com/



অবুঝ চাতকের মনেতে

প্রেম জমেছে জমুক 

আমার অর্ধেক চায়ের কাপে

তোমার আদর মাখা চুমুক।


( Rakib Hasan Jony )

আবার ফিরতে চাই ( অনুপ্রেরণার কবিতা )

 আবার ফিরতে চাই :

https://joneydiaries.blogspot.com/


দীর্ঘশ্বাস দেয়াল ছুঁয়ে নামে

বিবর্ণ রাত আর বিষন্ন সময়

 জানালায় এক চিলতে অন্ধকার 

প্রার্থনাগুলো হারিয়ে যায় রোজ

এক নির্মমতার দেয়াল তুলে

নিস্তব্ধতার শিকল বাঁধনে বন্দী 

পারবে কি ছিঁড়তে এ বাঁধন? 

ভেঙে দিতে নির্মম দেয়াল

ধুলোমাখা জানালায় ছড়িয়ে আলো

পারবে কি আবার ফিরে যেতে?


( Rakib Hasan Jony )

তৃষ্ণার্ত ভালোবাসা ( প্রেমের কবিতা )

  তৃষ্ণার্ত ভালোবাসা :

https://joneydiaries.blogspot.com/


থাকলো না-হয় লুকিয়ে 

হিমালয়সম মান আর অভিমান

কাছে আসার দৃঢ় ব্যাকুলতা

থাকুক না কিছুটা বহমান

কি হবে দিয়ে রেখে বাঁধ 

ভেসে যাক প্লাবিত হোক মাঠ

মরুতে ফিরে আসুক প্রান

কি হবে জুজুতে পেয়ে ভয়

যাক না বেড়ে লুকানো পিছুটান 

থাকুক না একটুখানি আশা

খানিকটা মিটুক তৃষ্ণার্ত মনের পিপাসা।


( Rakib Hasan Jony )

মাঝি সঙ্গে নিয়া যাও ( প্রেমের কবিতা )

 মাঝি সঙ্গে নিয়া যাও :

https://joneydiaries.blogspot.com/


কোনবা পানে চাইয়া গো মাঝি

কোনবা দেশে যাও

যেথায় তুমি যাইবা গো মাঝি 

সঙ্গে নিয়া যাও

হারায় বার ভয় নাই গো মাঝি 

নাই কলঙ্কের ডর

তোমার সনে থাকিব গো মাঝি 

বান্ধিবো মোর ঘর

আরতো কিছু চাইনা গো মাঝি 

দেখি এক স্বপন

তোমার কোলেই চাই গো মাঝি 

হয় যেন মরন।



এই শহর আমার নয় ( কষ্টের কবিতা )

 এই শহর আমার নয় :

https://joneydiaries.blogspot.com/


এই শহর আমার নয়

আমার আছে কত নৌকা 

আছে কত-শত মাঝিমাল্লা

রোজই দিয়ে যায় তারা

পূর্ণ করে যন্ত্রণার দাঁড়িপাল্লা 

এই শহর  আমার নয়

দম বন্ধ লাগে বারেবার

হাত করে শুধু নিশপিশ 

যন্ত্রণার টুটি চেপে ধরতে

হয়তোবা জুটবেনা দুমুঠো মাটি 

হয়তো খুঁজবেনা আর কেউ 

ডিপ ফ্রিজে আমি বেওয়ারিশ 

এই শহর আমার নয় 

এই জীবন আমার নয়

এই পৃথিবী আমার নয়।



সুপারম্যান ( মাতালের কবিতা )

 সুপারম্যান :

https://joneydiaries.blogspot.com/


ঢালো ঢালো আরো ঢালো

খেয়ে যাও আজ বেশ

এতো ঢালি তবুও কেনো

থেকে যায় তার রেশ

উড়ি উড়ি ঘুরি ঘুরি 

এমন লাগে হায় ক্যান

মাঝ আকাশে ভেসে বেড়াই

আমি এক সুপারম্যান।


আমি বিষাক্ত আমি নীল ( কষ্টের কবিতা )

 আমি বিষাক্ত আমি নীল

https://joneydiaries.blogspot.com/


আমি বিষাক্ত আমি নীল 

লোনা জলের ঢেউ গুলো 

অযথাই করে শুধু ভিড় 

আমি বিষাক্ত আমি নীল 

তুমি আর আমি শঙ্খচিল

সাজিয়েছি কত শত স্বপ্ননীড়

তুমি বরাবরই বড্ড ভালো 

আমার চাঁদ হারিয়েছে আলো 

মন খারাপের এই রাতে

আমি বিষাক্ত আমি নীল 

বেড়ে চলে রোজ রোজ 

আহা লোনা জলের ভিড়।


মায়া লাগে বড়

 মায়া লাগে বড় আমি ফেঁসে গেছি তুই যাই করিস না কেনো আমার মায়া লাগে বড় যখন তখন বৃষ্টি চাই  তাই মেঘ এনেছি কিনে রোজই তো যাস ভুলে মনে করিয়ে দে...